ফ্রিল্যান্সিং শিখুন অনলাইনে – Online Freelancing Course in Bengali – Subrata Nath Freelancing Course Review

ফ্রিল্যান্সিং শিখুন অনলাইনে আর বেকার বসে থাকবেন না।

বেকারত্তের জ্বালা বড় জ্বালা। সবাই চায় ভালো চাকরি বাকরি করে বা ব্যাবসায় সফল হয়ে জীবনে প্রতিষ্ঠা অর্জন করতে।

কিন্তু, বর্তমানে ট্রাডিশানাল জব মার্কেট প্রায় শেষ। সরকারি চাকরির বাজারেও মন্দা। কোভিড ১৯ এর জন্য ব্যাবসাও মন্দা।

তাহলে উপায়?

হাল ছেড়ো না বন্ধু কারন ফ্রিল্যান্সিং এখন খুব জনপ্রিয় হয়ে উঠছে। ফ্রিল্যান্সিং করে মানুষ এখন অনেক টাকা উপার্জন করছে।

তো আপনি কেন পিছিয়ে থাকবেন? ফ্রিল্যান্সিং শিখুন আজ থেকে?

আপনি ভাবছেন কিভাবে শুরু করবেন? কার কাছ থেকে শিখবেন ফ্রিল্যান্সিং? কতদিন সময় লাগবে ফ্রিল্যান্সিং শিখতে?

বন্ধুগণ আপনাদের জন্যই এই আর্টিকেল আমাদের। ফ্রিল্যান্সিং শিখুন অনলাইনে – Online Freelancing Course in Bengali. এই আর্টিকেল টি তে সুব্রত নাথের বাংলায় ফ্রিল্যান্সিং কোর্সের রিভিউ করবো।

এবার চলুন জানি সুব্রত নাথের ফ্রিল্যান্সিং কোর্সের নাম কি?

সুব্রত নাথের ফ্রিল্যান্সিং কোর্সের নাম Unlock Freelancing Business to Freedom

সারা বিশ্বে প্রচুর ফ্রিল্যান্সার রয়েছে। বর্তমানে ফ্রিল্যান্সিং একটি বিলিয়ন ডলার ইন্ডাসট্রি।

তাহলে এটা বলাই বাহুল্য যে এই সমস্ত ফ্রিল্যান্সার রা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে সফল ভাবে নিজেদের জীবিকা নির্বাহ করছে। এবং প্রচুর পয়সা উপার্জন করছে।

তাহলে? এবার আপনার পালা? এটাই আপনার উপযুক্ত সময়। তবে আমরা কখনই প্রথাগত পেশার বিরধিতা করছি না।

আমরা কখনই বলব না আপনি আপনার স্টেবেল পয়সা উপার্জনের পথ ছেড়ে দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করুন।

ফ্রিল্যান্সিং শিখুন অনলাইনে। কিন্তু এটি আপনি আপনার সাইড হাসেল হিসেবে শুরু করতে পারেন। পরে এই ফ্রিল্যান্সিং কেই আপনি একটা স্টেবেল ব্যাবসায় রুপান্তরিত করতে পারেন।

আর ঠিক সেজন্যই সুব্রত নাথের কোর্স টি আপনার জন্য একদম উপযোগী।

সুব্রত নাথের Unlock Freelancing Business to Freedom কোর্স টি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত ফ্রিল্যান্সিং এর খুঁটি নাটি শিখ্যা দেয়। এটি একটি বিগিনার টু এডভান্সড ফ্রিল্যান্সিং কোর্স।

সর্বোপরি এটি সম্পূর্ণ বাংলা ভাষায় একটি কোর্স। যাতে একটা বড় সংখ্যার মানুষ সহজে এবং সাবলীল ভাবে ফ্রিল্যান্সিং শিখতে পারে।

অনেক কথা হল। চলুন এবার কথা না বাড়িয়ে ফ্রিল্যান্সিং শিখুন অনলাইনে – Online Freelancing Course in Bengali আর্টিকেল টি শুরু করি।

চলুন শুরু করা যাক সুব্রত নাথের সম্পূর্ণ বাংলায় ফ্রিল্যান্সিং শিখুন অনলাইনে – Unlock Freelancing Business to Freedom কোর্সের রিভিউ (Review of Subrata Nath Unlock Freelancing Business to Freedom Course)।

Bottom-line Upfront

গৌরচন্দ্রিকা টাইপের ভূমিকা তো অনেক পড়লেন। আজকাল মানুষের পড়ার অভ্যাস চলেই গেছে। মানুষ ভিডিও বা অডিও কন্টেন্ট এ বেশী আগ্রহী।

আপনি এখনও যদি এই ব্লগ পোস্ট টি পড়ছেন তাহলে আমরা খুব আনন্দিত। Bottom-line Upfront অংশ টি তাদের জন্য যারা লম্বা ব্লগ পোস্ট পরে নিজের সময় নষ্ট করতে চান না।

এই অংশ টি তে একে বারে সামারি করে দেওয়া হল পুরো কোর্সের। একে বারে একটা Quick Overview – Online Freelancing Course in Bengali আর্টিকেল টির।

Unlock Freelancing Business to Freedom, সুব্রত নাথের সম্পূর্ণ বাংলায় ফ্রিল্যান্সিং শেখার কোর্স টি একটি ভিডিও কোর্স।

তাহলে কোর্স পাতার পর পাতা লেখা কোর্স আপনাকে পড়তে হবে না।

চলুন দেখে নি এই কোর্স টিতে কি কি মডইউল আছে (Modules of Subrata Nath’s Unlock Freelancing Business to Freedom Course)।

সংশ্লিষ্ট কোর্স এর মডইউল গুলি হল –

১. Introduction

২. Start Your Freelance Journey

৩. Create Selling Profile

৪. How to Become Expert

৫. Business Fundamentals

৬. Client Fundamentals

৭. Picking Your Winning Niche

৮. Earning More Work & Money

৯. Advice and Tips

১০. Personal Branding Process for Freelancers (Mega Bonus Modules)

১১. Software Fundamentals

১২. Most Demanded Freelancing Skills (Extra Module)

তাহলে আমরা দেখলাম কোর্সটি তে ১2 টি Modules আছে। কোর্সটি প্রায় ৭০ ঘণ্টার প্রি রেকরডেড ভিডিও কোর্স (70 Hours)।  

একে বারে, ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং কি ভাবে শুরু করবেন? ফ্রিল্যান্সিং এর জন্য কোন কোন ওয়েবসাইট আছে? তাতে নিজের প্রোফাইল কিভাবে বানাবেন?

কি ভাবে প্রোজেক্ট পাবেন? ক্লায়েন্ট কে কি ভাবে ইম্প্রেস করবেন? কি ভাবে হাই-টিকিট ক্লায়েন্ট পাবেন? পটেনশিয়াল ক্লায়েন্ট কে না বলতে শেখা। কভারিং লেটার বানানো।

ফ্রিল্যান্সিং কে ফুলটাইম ব্যাবসায় পরিনত করা। কিছু প্রয়োজনীয় স্কিলস, সফটওয়্যার, নিচ সিলেকশান সব কিছুই এই কোর্সের মধ্যমে শেখা যাবে।

আর দেরী করবেন না, সুব্রত নাথের সম্পূর্ণ বাংলায় ফ্রিল্যান্সিং শিখুন অনলাইনে – Unlock Freelancing Business to Freedom আজ ই কিনে ফেলুন।

পরবর্তী অংশে আমরা In-Depth Review করব। কিন্তু তার আগে একটু জেনে নেব সুব্রত নাথ সম্পর্কে।

About Subrata Nath

আপনার মনে প্রশ্ন জাগতে পারে? সুব্রত নাথ আবার কে (Who is Subrata Nath)?

আপনি ভাবতে পারেন, সুব্রত নাথ কোন হরিদাস পাল?

আরে আমি তো সেথ গডিন, মাইকেল জান্ডা, রইয়ান ডিজ প্রমুখ পৃথিবী বিখ্যাত ফ্রিল্যান্সার ও ইন্টারনেট মারকেটার দের চিনি ও তাদের কোর্স সাব চেয়ে ভাল ।

অবশই, বন্ধুগন ওরা পৃথিবী বিখ্যাত এবং ওরা সবার সেরা। কিন্টু, আপনার একজন মেন্টর প্রয়োজন।

আর আপনি যদি অর্জুন হন, আপনার জন্য গুরু দ্রোণ কিন্তু এই সুব্রত নাথ ই।

আপনার কোন ডাউট ক্লিয়ার এর সময় ওদের আপনি কাছে পাবেন না কিন্তু সুব্রত নাথ কে আপনি সর্বদা পাশে পাবেন।

ফ্রিল্যান্সিং শিখুন অনলাইনে

সুব্রত নাথ পূর্ব বর্ধমানের একটি প্রত্যন্ত গ্রামে, মধ্যবিত্ত রুদ্রজ ব্রাহ্মণ পরিবারে জন্ম গ্রহন করেন। উনি ছোট বেলার থেকেই স্বাধীনচেতা এবং নতুন কিছু করে দেখানোর স্বপ্ন ওনাকে তাড়া করে বেড়িয়েছে।

যাইহোক, উনি প্রাইভেট ইন্সুরেন্স কোম্পানির সেলস ম্যানেজার এর চাকরি ছেড়ে দিয়ে সম্পূর্ণ ভাবে ফ্রিল্যান্সিং কেই নিজের কেরিয়ার হিসেবে বেছে নিয়েছেন।

ওনার প্রফেশনাল লাইফ জার্নির টাইমলাইন মোটামুটি নিচে দিলাম।

মার্চ ২০০৭ থেকে মার্চ ২০০৯ – সেলস এক্সেকুটিভ (Sales Executive) মাত্র ১৯ বছর বয়সে। এসময় উনি শিখেছেন কি করে যেকোনো জিনিস যে কোন কাউকে সেল করা যায়।

মার্চ ২০০৯ থেকে মার্চ ২০১০ – কি ভাবে সেলস টিম কে মোটিভেট করে বা ভাল ভাবে মেনেজ করে হাই সেলস টার্গেট আছিভ করা যায়।

মার্চ ২০১০ থেকে সেপ্টেম্বর ২০১৫সিনিওর সেলস এক্সেকুটিভ (Senior Sales Executive)। কিভাবে না বলেও সেলস করা যায় এসময় উনি তা শেখেন।

জানুয়ারী ২০১৬ –  ফুল টাইম জব ছেড়ে উনি সম্পূর্ণ ভাবে ফ্রিল্যান্সিং এবং ইন্টারনেট মার্কেটিং এর জগতে পদার্পণ করেন।

আর তারপর সাফল্য, পরাজয়, উঠে দাঁড়ানো, ঘুরে দাঁড়ানো, আর লড়াই। জীবনের লড়াই।

আজ সুব্রত নাথ ভারত সহ পশ্চিম বাংলার একজন সফল ইন্টারনেট মারকেটার ও ফ্রিল্যান্সার  (Subrata Nath is One of the Most Successful Bengali Freelancer & Internet Marketer in India & West Bengal)।

সামাজিক উন্নতি সাধনের জন্য উনি ওনার ৯৬% কোর্স ফ্রিতে দিয়ে থাকেন। ওনার ওয়েবসাইটে লেখা ব্লগ এবং ইউটিউব এর ভিডিও গুলো খুব নলেজআবেল (Knowledgeable)।

তাহলে পাঠকগণ আপনি কি খুঁজছেন Online Freelancing Course in Bengali বা সম্পূর্ণ বাংলায় ফ্রিল্যান্সিং কোর্স। আজ ই কিনুন সুব্রত নাথের Unlock Freelancing Business to Freedom।

কোর্স টি কিনতে এখানে ক্লিক করুন

ফ্রিল্যান্সিং শিখুন অনলাইনে Subrata Nath Freelancing Course Review (In-depth)

পাঠকগণ আমরা এই অংশে In-depth Review করবো এই কোর্সের। প্রত্যেক টি মডিউল এবং তার মধ্যে যে সাবমডিউল গুলি আছে তা নিয়ে পুঙ্খা্নুপুঙ্খ জানব।

Introduction (Module – 1)

প্রথম মডিউল মানে Introduction (Module – 1) এ নিম্নলিখিত টপিক গুলি আলোচনা করা হয়েছে,

  • What Is Freelance and How Does It Work? 
  • Why You Should Start Your Own Freelancing Business?
  • Is Freelancing Right for You?
  • How to master your mind to be Successful Freelancer 
  • Goal setting as a freelancer
  • Preparations 1: Hardware, Software, And Office Space 
  • Preparations 2: A Clear, Direct Path To Quit Your Job And Work From Home 

What Is Freelance and How Does It Work?

ফ্রীল্যান্সিং কি এবং ফ্রীল্যান্সিং কিভাবে কাজ করে এই অংশে আপনি জানতে পারবেন। আসলে বিদেশে মানুষ রা কিছু কাজ আউট সোর্স করে থাকে। আর সেই কাজ আপনি কিভাবে পেতে পারেন সেটাই হল ফ্রীল্যান্সিং।

ফ্রীল্যান্সিং বলতে গোদা বাংলায় ডলারের কাজ বোঝে সকলে। কিন্তু আসলে তা নয়। আপনি যেকোনো বিদেশী মুদ্রা অর্জন করতে পারেন ফ্রীল্যান্সিং এর মাধ্যমে।

Why You Should Start Your Own Freelancing Business?

আপনি কেন ফ্রীলান্সিং শুরু করবেন? এটা কি ফ্রীলান্সিং শুরু করার উপযুক্ত সময়? ফ্রীলান্সিং করে কি আদেও পয়সা উপারজন করা সম্ভভ? ফ্রীলান্সিং কি পারবে আপনার জীবনের দিশা ঘুরিয়ে দিতে। এইসব জানতে হলে তো আপনাকে কোর্সটি কিনতেই হবে।

Is Freelancing Right for You?

ফ্রীল্যান্সিং কি আপনার জন্য উপযুক্ত কেরিয়ার অপশান সেটা জানুন এই অংশে।

How to master your mind to be Successful Freelancer

ফ্রীল্যান্সিং শিখুন অনলাইনে। আপনার কি কি মেন্টাল প্রিপারেশান লাগবে তার জন্য জানতে পারবেন।

Goal setting as a freelancer

Preparations 1: Hardware, Software, and Office Space

Preparations 2: A Clear, Direct Path to Quit Your Job and Work from Home

Start Your Freelance Journey (Module – 2)

দ্বিতীয় মডিউল মানে Start Your Freelance Journey (Module – 2) নিম্নলিখিত টপিক গুলি আলোচনা করা হয়েছে,

  • Get to know the Best online platforms for freelancers to find freelance job
  • How does UpWork.com work?
  • How does Freelancer.com work?
  • How does Guru.com work?
  • How does Fiverr.com work?
  • How does Peopleperhour.com work?
  • My Secret Preferred Freelancer Marketplace
  • Challenges to Freelancing

Get to know the Best online platforms for freelancers to find freelance job

How does UpWork.com work?

How does Freelancer.com work?

How does Guru.com work?

How does Fiverr.com work?

How does Peopleperhour.com work?

My Secret Preferred Freelancer Marketplace

Challenges to Freelancing

Create Selling Profile (Module – 3)

তৃতীয় মডিউল মানে Create Selling Profile (Module – 3) নিম্নলিখিত টপিক গুলি আলোচনা করা হয়েছে,

  • Start with a title
  • How to write an overview
  • Formula of your excellent introduction video
  • Other crucial elements of selling profile 
  • Building a List of Freelance Services
  • Creating a Freelance Portfolio

Start with a title

How to write an overview

Formula of your excellent introduction video

Other crucial elements of selling profile 

Building a List of Freelance Services

Creating a Freelance Portfolio

How to Become Expert (Module – 4)

চতুর্থ মডিউল মানে How to Become Expert (Module – 4) নিম্নলিখিত টপিক গুলি আলোচনা করা হয়েছে,

  • Make the proposal that can’t be refused
  • How to choose the right jobs to apply
  • Cover letter that attracts attention
  • Set the right price for your work

Make the proposal that can’t be refused

How to choose the right jobs to apply

Cover letter that attracts attention

Set the right price for your work

Business Fundamentals (Module – 5)

পঞ্চম মডিউল মানে Business Fundamentals (Module – 5) নিম্নলিখিত টপিক গুলি আলোচনা করা হয়েছে,

  • Manage your time as a freelancer
  • How to create a budget
  • Managing your cash flow

Manage your time as a freelancer

How to create a budget

Managing your cash flow

Client Fundamentals (Module – 6)

ষষ্ঠ মডিউল মানে Client Fundamentals (Module – 6) নিম্নলিখিত টপিক গুলি আলোচনা করা হয়েছে,

  • Finding Clients Introduction
  • How to Get Freelance Clients
  • An Overview of Where to Get Freelance Clients
  • Finding Clients Online
  • Finding Clients – Paid Ads
  • Finding Clients – Offline
  • how to say no to a potential client
  • Build relations with clients
  • how to Handel scope creep with a client
  • How to Managing Client Communication as a Freelancer
  • Managing Conflicts with Clients as a Freelancer
  • Knowing When to Fire a Client as a Freelancer

Finding Clients Introduction

How to Get Freelance Clients

An Overview of Where to Get Freelance Clients

Finding Clients Online

Finding Clients – Paid Ads

Finding Clients – Offline

How to say no to a potential client

Build relations with clients

how to Handel scope creep with a client

How to Managing Client Communication as a Freelancer

Managing Conflicts with Clients as a Freelancer

Knowing When to Fire a Client as a Freelancer

Picking Your Winning Niche (Module – 7)

সপ্তম মডিউল মানে Picking Your Winning Niche (Module – 7) নিম্নলিখিত টপিক গুলি আলোচনা করা হয়েছে,

  • Pick up the Right Niche to Sell
  • Finding Your Target Market

 Pick up the Right Niche to Sell

 Finding Your Target Market

Earning More Work & Money (Module – 8)

অষ্টম মডিউল মানে Earning More Work & Money (Module – 8) নিম্নলিখিত টপিক গুলি আলোচনা করা হয়েছে,

  • Client Satisfaction: How To Deliver Good Work And Get Great Feedback
  • Recurring Revenue: Ways To Earn More Work And More Money From Past Clients
  • Referrals: How To Get Referrals And Grow Your Freelance Business
  • Pitfalls: Common Mistakes That Hold You Back From Full-Time Income
  • Scaling: Ways To Scale Your Freelance Empire 

 Client Satisfaction: How to Deliver Good Work And Get Great Feedback

 Recurring Revenue: Ways to Earn More Work And More Money From Past Clients

Referrals: How to Get Referrals And Grow Your Freelance Business

 Pitfalls: Common Mistakes That Hold You Back From Full-Time Income

 Scaling: Ways to Scale Your Freelance Empire

Advice/Tips (Module – 9)

নবম মডিউল মানে Advice/Tips (Module – 9) নিম্নলিখিত টপিক গুলি আলোচনা করা হয়েছে,

  • Advantages of being a freelancer
  • Disadvantages of being a freelancer
  • What should and shouldn’t you do (advice)
  • BONUS 1: How to Boost Productivity, Grow Fast and Avoid Problems
  • BONUS 2: Essential Steps to Keep Your Business Growing and Making more Money

   Advantages of being a freelancer

   Disadvantages of being a freelancer

   What should and shouldn’t you do (advice)

   BONUS 1: How to Boost Productivity, Grow Fast and Avoid Problems

   BONUS 2: Essential Steps to Keep Your Business Growing and Making more Money

Personal Branding Process for Freelancers (Module – 10)

দশম মডিউল মানে Personal Branding Process for Freelancers (Module – 10) নিম্নলিখিত টপিক গুলি আলোচনা করা হয়েছে,

  • Sell offline before online
  • Fastest way to make more revenue
  • What is sales funnel
  • Managing your sales funnel
  • Targeting, messaging and frequency
  • Daily activity for finding clients
  • Getting more referrals
  • Creating upsell & down sells
  • Creating a Website for a Freelance Business
  • Creating Freelance Marketing Websites for Specific Client Categories
  • The Secret to Getting Clients on Outsourcing Services
  • How to Organically Grow a Freelance Business

   Sell offline before online

   Fastest way to make more revenue

   What is sales funnel

   Managing your sales funnel

   Targeting, messaging and frequency

   Daily activity for finding clients

   Getting more referrals

   Creating upsell & down sells

   Creating a Website for a Freelance Business

   Creating Freelance Marketing Websites for Specific Client Categories

  The Secret to Getting Clients on Outsourcing Services

  How to Organically Grow a Freelance Business

Software Fundamentals (Module – 11)

একাদশ মডিউল মানে Software Fundamentals (Module – 11) নিম্নলিখিত টপিক গুলি আলোচনা করা হয়েছে,

  • Essential software tools for freelancer
  • Know which website builder is right for you
  • Know which email service is right for you

Essential software tools for freelancer

Know which website builder is right for you

Know which email service is right for you

Most Demanded Freelancing Skills (Extra Module)

  • Skill 1. Creating a WordPress eCommerce Website
  • Skill 2. Create A Shopify Store
  • Skill 3. Create Short Video for a client

 Skill 1. Creating a WordPress eCommerce Website

 Skill 2. Create A Shopify Store

 Skill 3. Create Short Video for a client

My Personal Experience with This Online Freelancing Course in Bengali

Subrata Nath Freelancing Course Review (Video Reviews and Images of What Students Saying about the Course)

Final Words on This Article on ফ্রিল্যান্সিং শিখুন অনলাইনে

FAQ on This Online Freelancing Course in Bengali

১. সুব্রত নাথের Unlock Freelancing Business to Freedom Course কি কোন স্ক্যাম (Whether Subrata Nath’s Unlock Freelancing Business to Freedom Course is a Scam)?

How Dare You? এই প্রশ্ন যদি আপনার মাথায় এসে থাকে তাহলে আপনি দুঃসাহসী নয় একটি বোকা।

২. কারা এই কোর্স টি শিখতে পারবেন? (For Whom Is This Course?)

ছাত্র, ছাত্রী, হউস ওয়াইফ, টিচার, যেকোনো ওয়ার্কিং প্রফেশনাল, যারা নতুন নতুন ফ্রীলান্সিং এর দুনিয়ায় পা রেখেছেন, যারা ফ্রিল্যান্সিং করছেন বাট সেভাবে পসার হয়নি, ব্যাবসায়ি। যারা নতুন কিছু করতে চান এবং চমক লাগাতে চান।

৩. আমি কোর্সে এনরোল করলাম, কিন্তু আমি কি কোন সাপোর্ট পাবো এবং কিভাবে পাব (After My Enrolment Whether I Will Get Support & How I Will Get Support)?

ইমেইল ও প্রাইভেট ফেসবুক এর মাধ্যমে আপনারা সাপোর্ট পাবেন। এছাড়া আপনি ৬ টি পার্সোনাল জুম মিটিং করতে পারবেন। এছাড়া একক ভাবে ডউট ক্লিএয়ারিং সেশান থাকবে।

৪. সুব্রত নাথের Online Freelancing Course in Bengali কি আমাকে কোটিপতি বানাতে পারে (Will Subrata Nath’s Online Freelancing Course in Bengali Will Make Me a Crorepoti)?

ভদ্র ভাষায় যদি বলতে হয়, ‘কউন বানেগা কড়রপতি’ তে যান। অন্য রকম ভাবে বলতে গেলে জুয়া, সাট্টা খেলতে পারেন। এটি গেট কুইক রিচ অথবা ধনী হওয়ার কোর্স নয়। নিজের স্কিলস সেট তৈরি, এবং নিজের স্কিল সেট কে ফ্রীলান্সিং এ কাজে লাগিয়ে পয়সা উপার্জন এবং তদপরি ফ্রিল্যান্সিং কে একটি সফল ব্যাবসা ও জীবনের মুল উপার্জন এ রুপান্তরিত করাই এই কোর্সের উদ্দেশ্য ও বিধেয়। ভবিষ্যৎ কে দেখেছে হয়ত আপনিও ৫-৬ ফিগার ফ্রীলান্সার হয়ে গেলেন।

৫. আমার কোর্স টি পছন্দ না হলে কি টাকা রিফান্ড নিতে পারব? (Will I Get Refund If I Don’t Like the Course?)

আপনাকে ৭ দিনের মধ্যে রিফান্ড চাইতে হবে। সেটা কোনদিনও হবে না। কারন কোর্স টি আপনার ভাল লাগবেই। ১০০% গ্যারান্টি ব্লগংবঙ্গ দিতে পারে।

৬. কোর্স টি কেনার পর কিভাবে আমি এটা অ্যাক্সেস করতে পারব? (How I Will Access the Course?)

এউসার আইডি এবং পাসওয়ার্ড আপনি ইমেইল মারফত পেয়ে যাবেন। ইনবক্স ফোল্ডার এ না পেলে স্প্যাম ফোল্ডার এ চেক করবেন।

৭. কোর্স টি কোন ভাষায়? (What is the Language of the Course?)

সুব্রত নাথের Unlock Freelancing Business to Freedom Course টির ভাষা বাংলা।

৮. ফ্রিল্যান্সিং করতে গেলে ইংরাজি ভাষা খুব জরুরী তাহলে এই কোর্সের ভাষা বাংলা কেন? (In Freelancing Knowing Good English is Necessary Then Why This Course Made in Bengali?)

বাংলা পশ্চিম বাংলার মানুষের মাতৃভাষা। আমি গর্বিত আমি বাঙালি। কিন্তু এসব কথায় চিঁড়ে ভেজে না কাকা। তাহলে। সুব্রত নাথের টারগেট ওডিএন্স বাঙ্গালী সেসমস্ত ছেলে মেয়ে যারা ইংরাজি তে যথেষ্ট সাবলীল নয় এবং একটু জড়তা আছে। তাই বলে কি তারা নতুন স্কিলস শিখবে না। অবশ্যই শিখবে। আর ফ্রীলান্সিং করতে হলে যে ইংরাজি তে শেকশস্পিয়ার, বায়রন, বা ওয়ার্ডসওারথ হতে হবে তা কে বলল। যাইহোক ফ্রীলান্সিং শিখুন এবং তাতে ইংরাজি জরুরী কিন্তু মাতৃভাষা টা ভুলবেন না।

৯. সুব্রত নাথ যে এত বড় ফ্রিল্যান্সার তাহলে উনি কত টাকা আয় করেন মাসে? (You Are Telling Subrata Nath is a Big & Renowned Freelancer Then, How Much His Monthly Earnings from Freelancing?)

আপনারা বোধহয় ভুলে যাচ্ছেন মেয়েদের বয়স আর ছেলেদের কি একটা যেন জিগ্যসা করতে নেই। মজা করলাম। বন্ধুরা সন্দেহ করবেন না। এই প্রশ্নের উত্তর উনি কোর্সে খুব ভাল ভাবে দিয়েছেন। এছাড়া যে প্রাইভেট ফেসবুক গ্রুপ ওনার রয়েছে সেখানে উনি নিয়মিত আপডেট দেন। বলাই বাহুল্য, উনি যা রোজগার করেন তাতে নিজের জন্য কন্টেন্ট রইটার, ওয়েব ডেভেলপার, গ্রাফিক্স ডিজাইনার, ভিডিও এডিটর রেখছেন। আর ফেসবুক এ পেড এড ও চালান।

১০. এই যে মশাই অর্পণ নাথ, আপনি তো ব্লগ এ সুব্রত নাথ এর কোর্স টি প্রমট করছেন আপনার ইন্টেরেস্ট টা কি? হ্যা, আপনি কত কাটমানি পাচ্ছেন তা জানাবেন? (Hey, Arpan Nath, You Are Promoting Subrata Nath’s Course in Your Blog. Can You Tell Whats Your Exactly Interest & How Much You Are Earning?)

আমি, অর্পণ নাথ, ব্লগিংবঙ্গ – যেটি ভারতে বাংলা ভাষার সেরা ডিজিটাল মার্কেটিং, টেক, স্টার্টআপ এবং সাইবার সিকিউরিটি সম্পর্কিত ব্লগ সেটার লিগাল ও বেনেফিসিয়াল ওনার নই। আমি এই ব্লগ এর এডিটর এবং রাইটার। ব্লগিংবঙ্গ, সুব্রত নাথ এর কোর্স টির আফিলিয়েট মার্কেটিং এর পার্টনার নয়। আমরা কোর্সটি ক্রয় করেছি, আমাদের ভাল লেগেছে এবং সুব্রত নাথ এর শেখানো রাস্তায় আমরা লাভবান হয়েছি। আর সে কারনেই আমরা রিভিউ করছি যাতে আরও ওনেকে কোর্সটি থেকে লাভবান হতে পারে।

Subrata Nath Freelancing Course Review
  • Learning Expectations
  • Content
  • Timing
  • Interactivity
  • Overall Experience
5

Summary

সহজ, সরল এবং সাবলীল ভাষায় ফ্রীল্যান্সিং শিখতে পারবেন এই কোর্সের মাধ্যমে। একেবারে ফ্রীল্যান্সিং এর এ টু জেড গাইড বলা যেতে পারে সুব্রত নাথের Unlock Freelancing Business to Freedom কোর্স টি। ব্লগিং বঙ্গ ১০০% গ্যারান্টির সাথে বলতে পারে Unlock Freelancing Business to Freedom বাংলায় ফ্রীল্যান্সিং শেখার বেস্ট কোর্স। আপনি যদি Online Freelancing Course in Bengali এর অপেক্ষায় থাকেন এটি আপনার জন্য উপযুক্ত কোর্স। কোর্স টিতে জা শেখানো আছে তার ৬০% আপনি যদি সফল ভাবে এক্সেকিউট করেন আপনি লাভবান হতে পারবেন। Unlock Freelancing Business to Freedom সফল ভাবে ফ্রীল্যান্সিং শুরু করার গোপন চাবিকাঠি।

6 thoughts on “ফ্রিল্যান্সিং শিখুন অনলাইনে – Online Freelancing Course in Bengali – Subrata Nath Freelancing Course Review”

    • ধন্যবাদ পোস্ট টি পড়ার জন্য। আপনার ভাল লেগেছে জেনে খুব খুশি হলাম। আপনাদের মত পাঠকবর্গ পাশে থাকলে ভবিষ্যতে আরও ভালো ভালো তথ্য উপস্থাপনা করতে পারবো এই আশা রাখি।

      Reply

Leave a Comment