ইকমার্স কি? |The Definitive Guide to Ecommerce in Bengali | 2021

ইকমার্স কি? ইকমার্স কাকে বলে?

ইকমার্স হল ইলেক্ট্রনিক কমার্স (Electronic Commerce) বা ইন্টারনেট কমার্স (Internet Commerce)।

ইকমার্স হচ্ছে অনলাইনে পণ্য বা পরিষেবা ক্রয়/বিক্রয় করার পদ্ধতি।

তাহলে আমরা দেখলাম, অনলাইনে যখন পণ্য বা পরিষেবা ক্রয়/বিক্রয় হয় তখন এই লেনদেন সম্পাদনের জন্য অর্থ এবং তথ্য স্থানান্তরিত হয়।

অতঃপর এই যে অর্থ এবং তথ্য এর লেনদেন সম্পাদিত হল ইলেক্ট্রনিক মাদ্ধমে তাই ইকমার্স নামে পরিচিত।

বন্ধুগণ আপনারা বুঝে গেছেন যে আজ আমরা ইকমার্স নিয়ে আলোচনা করবো।

হ্যাঁ, পাঠকগণ আপনারা ঠিক ধরেছেন।

আজ আমরা শিখবো ইকমার্স কি? ইকমার্স কাকে বলে? ইকমার্স এর সুবিধা গুলি কি?  

তো আজ আমরা ইকমার্স নিয়ে বিস্তারিত জানবো।

চলুন আর সময় নষ্ট না করে শুরু করি আমাদের আজকের আর্টিকেল টি The Definitive Guide to Ecommerce in Bengali 2021।   

ইকমার্স নিয়ে হটাৎ করে আলোচনা করছি কেন আমরা?

কারণ, বন্ধুরা হালে ইকমার্স বেশ জনপ্রিয়তা অর্জন করেছে।

শপিফাই ড্রপশিপিং বা অ্যামাজন এ সেলিং করে বহু মানুষ নিজেদের জীবিকা নির্বাহ করছে।

আর ঠিক একারনেই আমাদের এই আর্টিকেল টি The Definitive Guide to Ecommerce in Bengali 2021।   

আজ আমরা ইকমার্স সম্পর্কে বাংলায় বিস্তারিত জানবো। ইকমার্স এর একেবারে এ টু জেড গাইড উপস্থাপনা করছি আজ আপনাদের কাছে।   

তাহলে ইকমার্স কে কি সফল কেরিয়ার হিসেবে গ্রহন করা যেতে পারে। ইকমার্স কি পারবে আপনার এক্সিস্টিং ব্যাবসায় নতুন পালক যোগ করতে?

ইকমার্স কি পারে আপনাকে ৬ টু ৭ ফিগার অর্থ উপার্জনকারী ব্যাবসায়ি বানাতে?

আপনি কি করেই বা ইকমার্স ব্যাবসা শুরু করতে পারেন? কি ভাবে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে ইকমার্স ব্যাবসার প্রচার করবেন।

এইসব প্রশ্নের উত্তর আপনারা আজ পাবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আর্টিকেল টি পড়ুন বন্ধুরা।  

এখন, এই ইকমার্স এর স্পেলিং নিয়ে ইংরাজি তে বেশ কনফিউসান আছে। বহুল ব্যাবহিত বিভিন্ন শব্দরুপ গুলি নিম্নে বর্ণনা করা হল,

  • e-commerce
  • E-commerce
  • ecommerce
  • Ecommerce
  • eCommerce
  • e commerce

আমরা যদি দেখি বাংলাতেও ঠিক তেমন কনফিউসান আছে। বাংলায় ব্যাবহিত ইকমার্স এর শব্দরুপ গুলি নিম্নে বর্ণনা করা হল,

  • ইকমার্স
  • ই কমার্স
  • ইবাণিজ্য
  • ই বাণিজ্য
  • ই-কমার্স
  • ই-বাণিজ্য

গুলিয়ে ফেলবেন না কারন এগুল সব ই এক। আমরা আমাদের ব্লগ পোস্টটিতে ‘ইকমার্স’ শব্দটি ব্যাবহার করবো।

ইকমার্স কি? ইকমার্স কাকে বলে?

শপিফাই এর ব্লগ অনুসারে ইকমার্স এর সংজ্ঞা নিম্নে দেওয়া হল (Definition of Ecommerce as Per Shopify Blog),

“Ecommerce, also known as electronic commerce or internet commerce, refers to the buying and selling of goods or services using the internet, and the transfer of money and data to execute these transactions. Ecommerce is often used to refer to the sale of physical products online, but it can also describe any kind of commercial transaction that is facilitated through the internet.”

Shopify Blog

অবশেষে, ইকমার্স কি বা ইকমার্স কাকে বলে সে প্রশ্নের উত্তর নিচে সামারি করে লিখে দেওয়া হল,

  • ইকমার্স হল ইন্টারনেট এর মাধ্যমে যখন কোন ব্যাক্তি বা সংস্থা পণ্য বা পরিষেবা ক্রয়/বিক্রয় করে।
  • ইকমার্স ব্রিক অ্যান্ড মরটার স্টোর এর একটি যোগ্য রিপ্লেসমেন্ট।
  • কেউ কেউ আবার অনলাইন আর অফলাইন উভয় মাধ্যমেই নিজের ব্যাবসা চালাতে পছন্দ করে। যা ফিজিটাল নামেও পরিচিত।
  • আজ আপনি যেকোনো জিনিস অনলাইন এ কিনতে পারেন।
  • ইকমার্স এর মাধ্যমে কোন সংস্থা বা ব্যাক্তি অনলাইনে ব্যাবসা করতে পারে।
  • ইকমার্স সকল ব্যাবসার ভবিষ্যৎ।
  • কভিড – ১৯ এর পর ইকমার্স ব্যাবসা আরও জনপ্রিয় হয়ে উঠেছে.

ইকমার্স, যা কম্পিউটার, ট্যাবলেট, বা স্মার্টফোনের মাধ্যমে পরিচালিত হতে পারে মেল-অর্ডার ক্যাটালগ শপিংয়ের ডিজিটাল সংস্করণের মতো মনে করা যেতে পারে।

ইকমার্স লেনদেনের মাধ্যমে প্রায় প্রতিটি পণ্য এবং পরিষেবা পাওয়া যায়, যার মধ্যে রয়েছে বই, সঙ্গীত, বিমানের টিকিট এবং আর্থিক পরিষেবা যেমন স্টক বিনিয়োগ এবং অনলাইন ব্যাংকিং।

এটি একটি খুব বিঘ্নিত প্রযুক্তি (Disruptive Technology) হিসাবে বিবেচিত হয়। এর অর্থ এই যে এটি প্রচলিত ব্যাবসা বা ট্রাডিসানাল ব্যাবসা পদ্ধতি কে ভেঙ্গে চুরমার করে দিয়েছে। মানুষ অনলাইনে কেনা কাটা করতেই আজকাল বেশী পছন্দ করছে।

ইকমার্স এর ইতিহাস

ইকমার্স কিভাবে কাজ করে?

ইকমার্স এর উদাহরণ

ইকমার্স বিজনেস মডেল গুলি কি কি?

ইকমার্স এর সুবিধাগুলি কি কি?

ইকমার্স এর অসুবিধাগুলি কি কি?

ইকমার্স ট্রেন্ডস ২০২১

ইকমার্স বিজনেস কি ভাবে শুরু করা যেতে পারে?

FAQ (The Definitive Guide to Ecommerce in Bengali 2021)

Final Thoughts

লিঙ্ক ফার্ম

0 thoughts on “ইকমার্স কি? |The Definitive Guide to Ecommerce in Bengali | 2021”

Leave a Comment