42 টি ডিজিটাল মার্কেটিং টুলস যা প্রত্যেক ডিজিটাল মার্কেটার এর প্রয়োজনীয়

বন্ধুগন, ডিজিটাল মার্কেটিং (Digital Marketing) বর্তমানে একটি বাজ ওয়ার্ড (Buzz Word)। ডিজিটাল মার্কেটিং সফল ভাবে করতে হলে আপনার কিছু টুলস লাগে।

তাহলে, আজ আমরা ডিজিটাল মার্কেটিং এ ব্যাবহিত সেই সব টুলস যা ডিজিটাল মার্কেটিং টুলস (Digital Marketing Tools) নামে পরিচিত তা নিয়ে আলোচনা করব।

তো চলুন শুরু করি ডিজিটাল মার্কেটিং টুলস ব্লগ পোস্ট টি। এবং জেনে নি ডিজিটাল বা ইন্টারনেট মার্কেটিং টুলস সম্পর্কে বাংলায় (Digital Marketing Tools in Bengali)।

ডিজিটাল মার্কেটিং নিয়ে বলার আগে জেনে নেওয়া যাক ডিজিটাল মার্কেটিং কি? আমরা পূর্বে আমাদের ব্লগ পোস্ট এ ডিজিটাল মার্কেটিং নিয়ে লিখেছি। ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত ব্লগ পোস্ট টি পরতে এখানে ক্লিক করুন।

ডিজিটাল মার্কেটিং হল ডিজিটাল মাধ্যমে বিপনন বা প্রচার করার পদ্ধতি। জনপ্রিয় কিছু ডিজিটাল মাধ্যম হল গুগল এড, ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম, লিঙ্কড ইন, ইত্যাদি।

তাহলে ডিজিটাল মাধ্যমের সাহায্যে টার্গেট অডিএন্সের (Target Audience) কাছে বা প্রসপ্যাক্ট বায়ার (Prospect Buyer) এর কাছে নিজের দ্রব্য বা পরিষেবা উপস্থাপনা করাই ডিজিটাল মার্কেটিং।

ডিজিটাল মার্কেটিং এর জন্য উপলব্ধ টুলস গুলি ফ্রী (Free) , পেইড (Paid), এবং ফ্রীমিআম (Freemium) হয়ে থাকে। আমরা সমস্ত মুল্যের সমস্ত প্রকার টুলস নিয়েই আলোচনা করব।

যদি আপনার কাছে অবিশ্বাস্য পণ্যদ্রব্য বা পরিষেবা রয়েছে, নতুন শ্রোতাদের কাছে পৌঁছানোর জন্য এবং আপনার ব্র্যান্ডকে বাজারজাত করার জন্য আপনার কাছে প্রচুর সাশ্রয়ী মূল্যের এবং সহজে শেখা যায় এমন ডিজিটাল বা অনলাইন মার্কেটিং টুলস রয়েছে।

ডিজিটাল মার্কেটিং টুলস এর প্রকার ভেদ

ডিজিটাল মার্কেটিং টুলস (Digital Marketing Tools) গুলিকে মূলত নিম্ন লিখিত ভাগে (Classification) আমরা ভাগ করলাম। যাতে পাঠকগণ সহজেই সমস্ত টুলস সম্পর্কে জানতে পারে।

  • মার্কেট এবং অডিএন্স রিসার্চ টুলস (Market and Audience Research Tools)
  • ক্রেতার পারসনা টুলস (Buyer’s Persona Tools)
  • ইমেইল মার্কেটিং টুলস (Email Marketing Tools)
  • সোশ্যাল মিডিয়া মার্কেটিং টুলস (Social Media Marketing Tools)
  • লিড এনরিচমেন্ট টুলস (Lead Enrichment Tools)
  • লিড জেনারেশন এবং লিড ক্যাপচার টুলস (Lead Generation and Lead Capture Tools)
  • ল্যান্ডিং পেজ বিলডার (Landing Page Builder)
  • সার্চ ইঞ্জিন অপ্তিমাইজেশান টুলস (Search Engine Optimization Tools)
  • সার্চ ইঞ্জিন মার্কেটিং টুলস (Search Engine Marketing Tools)
  • প্রডাকটিভিটি টুলস (Productivity Tools)
  • টিম এবং প্রোজেক্ট ম্যানেজমেন্ট টুলস (Team and Project Management Tools)
  • অ্যানালেটিকস টুলস (Analytics Tools)
  • অটোমেশান টুলস (Automation Tools)
  • কনভার্সন রেট অপ্তিমাইজেশান টুলস (Conversion Rate Optimization Tools)
  • আরও কিছু উল্লেখ্য টুলস (More Tools Worth Mentions)

এবার আমরা প্রত্যেক টি টুলস এর ভাগ এবং উপলব্ধ টুলস গুলি সম্পর্কে জানবো।

মার্কেট এবং অডিএন্স রিসার্চ টুলস (Market and Audience Research Tools)

আপনি আপনার পণ্য বা পরিষেবা বাজার জাত করার আগে মার্কেট রিসার্চ (Market Research) এবং অডিএন্স রিসার্চ (Audience Research) অত্যন্ত জরুরী। এছারাও কমপেটিটর রিসার্চ (Competitor Research) ও করতে হয় যেটা পরে আলোচনা করব।

আপনার পণ্য বা পরিষেবার চাহিদা কতোখানি এবং আদেও সেটা বাজারে চলবে নাকি সেটা সম্পর্কে সচেতন হওয়া জরুরী। তা নাহলে আপনার লোকসান হয়ে যেতে পারে। এছারা আপনার পণ্য বা পরিষেবার যথাযথ মূল্য নির্ধারণ করতেও মার্কেট রিসার্চ জরুরী।

মার্কেট রিসার্চ (Market Research) কে আমরা মার্কেট সেগমেনটেশান (Market Segmentation) বলেও আবিহিত করে থাকি। মোটামুটি দুটি এক ই জিনিস।

মার্কেট রিসার্চ বা আডিএন্স রিসার্চ, একটি প্রদত্ত বাজার সম্পর্কে তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং ব্যাখ্যা করার প্রক্রিয়া। এটি অতীত, বর্তমান এবং সম্ভাব্য গ্রাহকদের সম্পর্কে ভৌগলিক (Geographic), ডেমোগ্রাফিক (Demographic) এবং মনস্তাত্ত্বিক (Psychological) ডেটা গ্রহণ করে, পাশাপাশি কোনও পণ্যের বা পরিষেবার কার্যকারিতা মূল্যায়নের জন্য প্রতিযোগিতামূলক বিশ্লেষণ করে।

এবার জেনে নেওয়া যাক এই কাজ টা করতে গেলে আমাদের কোন কোন ডিজিটাল মার্কেটিং টুলস (Digital Marketing Tools) লাগবে।

স্পার্ক টোড়ো (Spark Toro)

ডিজিটাল মার্কেটিং টুলস

গুগল ট্রেণ্ডশ (Google Trends)

ডিজিটাল মার্কেটিং টুলস

সারভে মানকি (Survey Monkey)

ডিজিটাল মার্কেটিং টুলস

স্টেটস আইকিউ (Stats IQ)

ক্রেতার পারসনা টুলস (Buyer’s Persona Tools)

মেক মাই পারসনা (Make My Persona)

ইউসার ফর্য (User Forge)

ইমেইল মার্কেটিং টুলস (Email Marketing Tools)

অ্যাক্টিভ ক্যাম্পাইন (Active Campaign)

সেন্ডইন ব্লু (Sendinblue)

কনভার্ট কিট (Convert Kit)

সোশ্যাল মিডিয়া মার্কেটিং টুলস (Social Media Marketing Tools)

বাফার (Buffer)

হুট সুইট (Hoot Suite)

স্প্রাউট সোশ্যাল (Sprout Social)

সোশ্যাল বেকারস (Social Bakers)

ম্যাজিক্স (Madgicx)

লিড এনরিচমেন্ট টুলস (Lead Enrichment Tools)

ক্লিয়ার বিট (Clearbit)

ইনসাইডার ভিউ (Insider View)

লিড জেনারেশন এবং লিড ক্যাপচার টুলস (Lead Generation and Lead Capture Tools)

লিডস গরিলা (Leads Gorilla)

হান্টার আইও (Hunter.io)

মার্কেট ও এঙ্গেজ (Adobe Marketo Engage)

স্নভ আইও (Snov.io)

ল্যান্ডিং পেজ বিলডার (Landing Page Builder)

আনবউন্স (Unbounce)

উইশপণ্ড (Wishpond)

সার্চ ইঞ্জিন অপ্তিমাইজেশান টুলস (Search Engine Optimization Tools)

কিওয়ার্ড টুল আইও (keywordTool.io)

আহ্রেফস (Ahrefs)

সেমরাশ (Semrush)

উবের সাজেস্ট (Ubersuggest)

আনসার ডা পাবলিক (Answer the Public)

গুগল সার্চ কনসোল (Google Search Console)

সার্চ ইঞ্জিন মার্কেটিং টুলস (Search Engine Marketing Tools)

স্পাইফু (SpyFu)

ওয়ার্ড স্ট্রিম (Wordstream)

প্রডাকটিভিটি টুলস (Productivity Tools)

ট্রেলো (Trello)

টিম এবং প্রোজেক্ট ম্যানেজমেন্ট টুলস (Team and Project Management Tools)

রক এসও (Rock.so)

অ্যানালেটিকস টুলস (Analytics Tools)

গুগল এনালিটিক্স (Google Analytics)

এডব এনালিটিক্স (Adobe Analytics)

অটোমেশান টুলস (Automation Tools)

জাপিয়ার (Zapier)

ইন্টেগ্রম্যাট  (Integromat)

কনভার্সন রেট অপ্তিমাইজেশান টুলস (Conversion Rate Optimization Tools)

গুগল অপটিমাইজ (Google Optimize)

ক্রেজি এগ (Crazy Egg)

হটজার (Hotjar)

আরও কিছু উল্লেখ্য টুলস (More Tools Worth Mentions)

বাজসুমো (Buzzsumo)

নিনজা আউটরিচ (Ninja Outreach)

ফান্টম বাস্টার (Phantom Buster)

1 thought on “42 টি ডিজিটাল মার্কেটিং টুলস যা প্রত্যেক ডিজিটাল মার্কেটার এর প্রয়োজনীয়”

  1. আপনার মূল্যবান তথ্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ. এটা প্রত্যেকের জন্য অনেক সহায়ক হবে বলে আমি মনে করি . আশা করি ভবিষ্যতে আমাদের আরো মূল্যবান ব্লগ দিবেন।

    Reply

Leave a Comment